সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

পোরশায় সর্বনিম্ন ফিতরা ৭৫টাকা ও সর্বোচ্চ ২৩০০টাকা নির্ধারণ

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর পোরশায় এবছর সর্বনিম্ন ৭৫টাকা ও সর্বোচ্চ ২৩০০টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে পোরশা আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার মুফতী মাওলানা মো: মোস্তাফিজুর রহমান ও মুফতী মাওলানা মো: ফজল হক সাহেবের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি কেজি ৪৩টাকা ৭৫পয়সা দরে, ১কেজি ৬৩৫ গ্রাম গমের মূল্য ৭১টাকা ৫৩পয়সা হওয়ায়, আদায়-বিতরণের সুবিধার্থে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭৫টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, প্রতি কেজি ৬৯৫টাকা দরে, ৩কেজি ২৭০ গ্রাম পনির মূল্য ২২৭২টাকা ৬৫পয়সা হওয়ায়, আদায়-বিতরণের সুবিধার্থে জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৩০০টাকা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com