বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

নৌকার বিজয়ে কৃষকলীগ কে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি এনামুল হক

বাগমারা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ জন দেখেছেন

বাগমারা প্রতিনিধিঃ

 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় মানে কৃষকলীগের বিজয়। বাগমারা উপজেলা কৃষকলীগ একটি শক্তিশালী সংগঠন। বাগমারায় কৃষকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে কৃষকলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগ সর্বদা কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে পলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনার সরকার কৃষকদের সার বীজ সহ কৃষি উপকরণ দিয়ে কৃষকদের পাশে রয়েছে। আজ কৃষকরা সংগঠিত এবং শক্তিশালী। কৃষকলীগের কারণেই আওয়ামীলীগ উজ্জীবিত। বাগমারার গ্রামে গ্রামে কৃষকলীগের সংগঠন করতে হবে। কৃষক সভায় নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে কৃষকলীগ ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নৌকার বিজয়ের বিকল্প নেই।

গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু। উক্ত কৃষক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী প্রামানিক, তাহেরপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, হামিরকুংসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা ইমন,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মকছেদ আলী, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ, শাহাদৎ হোসেন শুভ। এসময় উপজেলা, ইউনিয়ন কৃষক লীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com