রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

নিয়ামতপুরে সাপের কামড়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ও এক বৃদ্ধের মৃত্যু

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬২ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর নিয়ামতপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিউল ইসলাম সাদিক(১০) ও সাইফুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাতে ঘুমের মধ্যে তাদের বিষাক্ত (চিতি বড়া) সাপে কামড় দেয়।
সামিউল ইসলাম উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আসাদুলের সন্তান ও চুনিয়াপাড়া একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাইফুল ইসলাম রসুলপুর ইউনিয়নের গাহইল (পূর্বপাড়া) গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
সামিউল ইসলাম সাদিকের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সামিউল ইসলাম তার ভাইয়ের সাথে মান্দা উপজেলার ঠাকুরমান্দা এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার রাতে ঘুমের মধ্যে তাকে সাপে কামড় দিলে পরিবারের সদস্যরা প্রথমে তাকে নিয়ামতপুর উপজেলার বটতলী নামক স্হানে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে নেওয়ার কথা বলে। রাজশাহী নেওয়ার পথিমধ্যে তানোর উপজেলার তালন্দতে আবেক ওঝাকে দেখান। অবস্থা বেগতিক হলে রাজশাহী মেডিকেলে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯ টার দিকে সামিউলের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একরামুল শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশাদ বানু।
বৃদ্ধ সাইফুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে (চিতি বড়া) সাপ কামড় দেয়। তার চিল্লাচিল্লিতে সকলে মিলে সাপটিকে মেরে ফেলে। পরে একই এলাকার ওঝা রবিউলের কাছে নেওয়া হয় তাঁকে। ওঝা চিকিৎসা দেওয়ার পর কোন সমস্যা নেই বলে জানালে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসে। পরে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com