শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

নিয়ামতপুরে গঙ্গাপূজা উপলক্ষে বারুনী গঙ্গাস্নান অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫২ জন দেখেছেন

 

নওগাঁর নিয়ামতপুরে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গাপূজা উপলক্ষে বারুনী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা স্কুল পাড়া বারুনী মন্দির প্রাঙ্গণে বড় পুকুরে ভোর থেকে এ দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।
গঙ্গাপূজা উপলক্ষে ভাবিচা স্কুল পাড়া বারুনী মন্দির কমিটি দুইদিনব্যাপী লীলা কীর্তনের আয়োজন করে।
মন্দির কমিটির উপদেষ্টা পবিত্র কুমার প্রামানিক বলেন, ৩০ বছর ধরে এ অনুষ্ঠান হয়ে আসছে। সাধারণত প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।
তিনি আরও বলেন, গ্রামের সকলে মিলে স্বতস্ফুর্ত অংশগ্রহনে এ পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর লোক সমাগম বেড়েছে। আশা করছি আগামী বছর আরও জাঁকজমকপূর্ণ আয়োজন করা হবে।
নিহার রন্জন সরদারের সভাপতিত্ব এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উৎপল সরকার পিন্টু, তুষিদ কুমার প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com