রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টারঃ

 

নাটোরের সিংড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আনুসা ঘোষ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইটালী ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাশুতোষ ঘোষের মেয়ে।

নিহত শিশুর কাকা সমির চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনের মত শিশু আনুসা ঘোষ তার মা বাবার সাথে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ৭ টার দিকে আনুসা ঘুম থেকে জেগে বিছানা থেকে নামার সময় তার কিছু ফুটলে সে চিৎকার শুরু করে। পরে তার মা ও বাবা সহ পরিবারের সদস্যরা এসে জানতে চাইলে সে শুধু কান্না করতে থাকে। কিছুক্ষন পরে আনুসার পায়ে রক্ত সহ সাপের কামড়ের দাগ দেখতে পায় তারা। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আনুসাকে মৃত ঘোষনা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর সংবাদ তিনি শুনেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com