শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

নলডাঙ্গায় ২ ইউনিয়নে সাধারন সদস্য পদে উপ-নির্বাচন আগামীকাল  প্রার্থী ১১ জন 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৫৯ জন দেখেছেন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আগামীকাল ০২ নভেম্বর বুধবার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মাধনগর ও খাজুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপিতে শূন্য পদে উপ-নির্বাচনটি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এবারের উপ-নির্বাচনে মাধনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য পদের জন্য ৭ জন ও খাজুরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য পদের জন্য ৪ জন প্রার্থী লড়াই করছেন।

মাধনগর ১নং ওয়ার্ড সদস্য পদে যারা লড়ছেন
মোঃ আমজাদ হোসেন(টিউবওয়েল) মোঃ ইকবাল হোসেন(বৈদ্যুতিক পাখা) মোঃ ফরহাদ হোসেন(মোরগ)মোঃ মশিউর রহমান(তালা) মোঃ মোস্তাফিজুর রহমান(আপেল)মোঃ শহিদুল ইসলাম(ফুটবল)মোঃ হাফিজুল ইসলাম(লাটিম)খাজুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য পদে লড়ছেন,উৎপল কুমার মৈত্র(মোরগ)
মোছাঃ আলেয়া(টিউবওয়েল)মোঃ ওয়ালিদ হোসেন দেওয়ান(ফুটবল)মোঃ কাওছার আলী খাঁন(তালা)।

মাধনগর ১নং ওর্যাডে মোট ভোটার সংখ্যা ২১৩১ জন।যার মধ্যে পুরুষ ভোটার ১০৫৪ জন ও নারী ভোটার ১০৭৭ জন।খাজুরা ১নং ওর্য়াডে মোট ভোটার সংখ্যা ১৫৫৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭৮৬ জন ও নারী ভোটার ৭৭২ জন।

উপজেলা নির্বাচন অর্ফিসার মোঃ আব্দুস সালাম জানান,
ইতিমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,মাধনগর ও খাজুরা দুই ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের সাধারণ ওয়ার্ডের সদস্যদের মৃত্যু জনিত কারনে শুন্য পদের সৃষ্টি হয়। সর্বশেষ ২০২২ সালের ০৫ জানুয়ারি নলডাঙ্গা উপজেলায় ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com