শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

নন্দীগ্রাম পল্লীতে সাপের কামড়ে মৃত্যু। 

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৫২ জন দেখেছেন

হাফছা খাতুন, স্টাফ রিপোর্টারঃ 

আব্দুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধের সাপের কামড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার ৪নং ইউনিয়নের পারশুন গ্রামের মৃত সেখা সরদারের ছেলে। জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে পারশুন গ্রামের আব্দুল জলিলের বাড়ি থেকে এক বিশালাকার বিষধর সাপ ধরে নিজ বাড়িতে মাটির হাড়িতে আটকে রাখে বৃদ্ধ আব্দুস সামাদ। পরেরদিন সোমবার (১৭ই অক্টোবর) সকাল ৮টায় গ্রামের বাচ্চাদের ডেকে এনে সাপেড় খেলা দেখানোর জন্য মাটির হাড়ি থেকে বের করতে গেলে সাপটি কামর বসিয়ে দেয়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই আব্দুস সামাদের মৃত্যু হয়। গ্রামবাসী ও পরিবারের লোকজন জানান, কোথাও সাপের সন্ধান পেলেই কৃষক আব্দুস সামাদ চলে যেত এবং সাপটি ধরে বাড়িতে নিয়ে আসতো এবং সেই সাপ দিয়ে গ্রামের বাচ্চাদের খেলা দেখিয়ে আনন্দ পেত। এছাড়াও বিভিন্ন জায়গায় সাপের কামড়ের চিকিৎসা দিত আব্দুস সামাদ। আজ সেই সাপের কামড়েই তার মৃত্যু হল। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বাচ্চাদের খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে আব্দুস সামাদের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com