রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

নগরকান্দায় বিষধর সাপের কামড়ে কিশোর লামিমের মৃত্যু

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

সেক মোহাম্মদ আফজাল, বিশেষ প্রতিবেদক

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের শ্রাগাল গ্রামের মন্জুর সেকের ছেলে লামিম সেক(১২) পার্শ্ববর্তী নাড়ুয়াহাটি গ্রামের চকের পাট ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় দিঘির ভিটা নামক স্থান থেকে বিষধর সাপের কামড়ে মৃত্যু বরন করেছে।

১৯ মে সকাল সাড়ে আটটার দিকে শ্রাগাল থেকে আটাইল চকে ( দাদা) ইউনুস সেকের নাস্তা নিয়ে যাওয়ার সময় বিষধর সাপে কামড় দেয়, লামিমের চিৎকার শুনে সাথে থাকা তার দাদী দ্রুত উঝর নিকট নিয়ে যায় সেখানে উঝা নয়ন সেক তন্ত্র মন্ত্র দিয়ে সামান্য বিষ নামানোর পর লামিমের (ডোর) বাধন ছেড়ে দেয়।

তারপর কিছুক্ষণের মধ্যে লামিমের দেহ নিথর হয়ে যায় সাথে সাথে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া

হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে লামিমের মৃতদেহ স্বজনরা বাড়িতে আনতে গেলে হাসপাতাল কতৃপক্ষ পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর কোতায়ালী থানায় পাঠান সেখানে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিসয়টি বিস্তারিত জানালে লাশ পোস্টমর্টেম ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করেন।

বেলা ৪ টার সময় লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আসে।

লামিম শংকরপাশা স্বপ্নছোয়া কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণি পাশ করে নগরকান্দা কাছিমুল উলুম মাদ্রাসায় গত একমাস আগে ভর্তি হয়েছিল।

লামিমের মৃত্যুতে তার বাবা মা বার বার অস্থির হয়ে পড়ছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ছবিতে লামিম টাই পরিহিত)

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com