সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

নওগাঁ ৫ আসনে নৌকা-৩ ট্রাক-২ বেসরকারিভাবে নির্বাচিত

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১১৯ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

নওগাঁ জেলা ১১টি উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন গঠিত। ২-আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ইন্তেকাল করায় ভোট বন্ধ থাকে। ৫ আসনে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে প্রকাশ ৫ আসনে নৌকা প্রতিক-৩ ট্রাক প্রতিক-২ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বেসরকারি ফলাফলে নওগাঁ-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাধন চন্দ্র মজুমদার ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান (ট্রাক প্রতীক) পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট। নওগাঁ-৩ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সৌরন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন ১লাখ ৩৮ হাজার ৫শ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার সেলিম পেয়েছেন (ট্রাক প্রতিক) ৬০ হাজার ৫১ ভোট। নওগাঁ-৪ আসন থেকে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি নৌকা প্রতিকের প্রার্থী নাহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট। নওগাঁ-৫ আসন থেকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ১ লাখ ৪ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতিকের প্রার্থী দেওয়ান ছোকার আহম্মেদ শিষান পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট। নওগাঁ-৬ আসন থেকে ট্রাক প্রতীকের (স্বতন্ত্র) প্রার্থী এড্যা.ওমর ফারুক ৭৬ হাজার ৭শ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯শ’ ৭১ ভোট।
এবার নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৬৩ হাজার ১৫৯ জন। তাঁদের মধ্যে ৯ লক্ষ ২৮ হাজার ৭৩৭ জন পুরুষ ভোটার, ৯ লক্ষ ৩৪ হাজার ৪১৩ জন মহিলা ভোটার এবং ৯ জন হিজরা ভোটার।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com