শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১০ অপরাহ্ন

নওগাঁয় হত্যা মামলার দীর্ঘ ১৭বছর পর এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁয় হত্যা মামলার দীর্ঘ ১৭বছর পর আসামী মোফাজ্জল হোসেন মোফা (৫৭) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় মোফাজ্জল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বুধবার (১৭ মে) নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ রায় প্রদান করেন। মোফাজ্জল হোসেন মোফা নওগাঁ সদর থানার গোয়ালী গ্রামের মৃত তাছিরের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল বাকী এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, গত ২০০৫ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নওগাঁ সদর থানার সরাইল গ্রামের নয়ন (২০) কে বাড়ি থেকে মোফাজ্জল হোসেন মোফা সহ কয়েকজন ডেকে নিয়ে যায়। নয়ন রাতে আর বাড়ি ফিরেনি। পরদিন সকাল ১০টার দিকে পাশের আন্ধারকোটা গ্রামের মাঠে গাছের নিচে একটি বস্তায় দুই পা বেরিয়ে থাকা মরদেহ পড়ে থাকার সংবাদ পায় নিহতের মা পরিনা বেওয়া। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহে গলায় ফাঁস লাগানো ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘটনায় পরিনা বেওয়া বাদী হয়ে মোফাজ্জল হোসেন মোফা সহ অজ্ঞাত আরো ২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা দীর্ঘ শুনানি শেষে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় মোফাজ্জল হোসেন মোফা’র যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরো ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া একই মামলায় অপর দুই আসামী শুকুর ও মোর্শেদ এর সম্পৃক্তা না পাওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com