রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

নওগাঁয় হত্যাকাণ্ডের ২৮ বছর পর আসামির যাবজ্জীবন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর পত্নীতলায় ২৮ বছর আগে মো.বারিক নামে একজনকে পূর্ব শত্রুতার জের ধরে চাইনিজ কুড়ালের কোপে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো.ছাইদুর রহমান।

মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, নওগাঁ বিচারক মো. মোঃ ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

 

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- সারফুদ্দিন, ভুট্টু ও মাহতাব আলী।এ বিষয়ে বেঞ্চ সহকারী জাহাঙ্গীর আলম বলেন, রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ছাইদুর রহমান পত্নীতলা উপজেলার চন্ডিপুর গ্রামের পিতা-মৃত তমছের আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ১৯৯৫ সালের ২৫সেপ্টেম্বর নজিপুর রোড হয়ে জব্বার মন্ডলের খলিয়ানের দক্ষিন পার্শ্বে রাস্তা কালভার্টের নিকট বারিককে পূর্বশত্রুতার জেরে মাথায় চাইনিজ কুড়ালের কোপে হত্যা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com