রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

অবৈধভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১০০ জন দেখেছেন

 

 

মোহাম্মদ আককাস আলী :

 

নওগাঁয় মজুত বিরোধী অভিযানে অবৈধভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীর তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চালকলে নির্ধারিত সময়ের বেশি ২৯১ মে.টন চাল মজুদ রাখার দায়ে মোবাইল কোর্ট এ জরিমানা করেন।
সোমবার সন্ধ্যায় শহরের লস্করপুরের ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।
জেলা প্রশাসকের মিডিয়া সেলে ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানান, মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মিলে নির্ধারিত সময়ের বেশি ২৯১ মে. টন চাল মজুদ রাখা ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের তিন লাখ টাকা জরিমানা এবং মজুদ চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে করার নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com