রবিবার, ০৫ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

নওগাঁয় বজ্রপাতে পৃথক স্থানে ৪ জন নিহত

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক

 

নওগাঁর পত্নীতলা ও পোরশার পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের তীব্র গরমের পর শনিবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই থানার অফিসার ইনচার্জ।

নিহতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪০), হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২), ছোট মহারন্দী গ্রামের সইফুদ্দিনের ছেলে মাসুদ হোসেন (২৫) এবং পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বজ্রপাতে তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা পৃথক স্থানে মাঠে কাজ করছিল। বিকেলে বৃষ্টির সাথে হঠাৎ করে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল হক বলেন, বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন আজিজুল হক। বিকেলে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ির পথে আসতে থাকেন। এসময় হঠাৎ করেই বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com