সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

নওগাঁয় বজ্রপাতে আদিবাসী দুই নারী শ্রমিকসহ এক জেলের মৃত্যু

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক বজ্রপাতে আদিবাসী দুই নারী শ্রমিকসহ এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বজ্রাপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান এবং একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সাবানী পাহান এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম। রাইগাঁ গ্রামের প্রত্যক্ষদর্শী সুলতানা ইয়াসমিন জানান, বাড়ির পাশের ধান ক্ষেতে বেশ কয়েকজন নারী-পুরুষ কাজ করছিলেন।

এসময় বজ্রাপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীমতি ও সাবানির। এ সময় আরও দুইজন নারী-পুরুষ আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

পোরশা ও মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, খবর পেয়ে নিহতদের পরিবারের বাড়িতে যায় পুলিশ। ইতোমধ্যে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে স্বজনদের কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com