শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪৯ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মহাদেবপুর: রবিবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা ইঞ্জিনিয়ার সৈকত দাস, উপজেলা মৎস্য
কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিক, মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুর রহমান প্রমুখ।
সাপাহার: সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে সাপাহার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসারের নেতৃত্বে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম প্রমুখ।
নিয়ামতপুর: দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
আলোচনা সভা শেষে আগুন নিয়ন্ত্রণ ও ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com