শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

” দুঃস্বপ্ন তুমি “

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬৬ জন দেখেছেন

” দুঃস্বপ্ন তুমি ”
–রাহেলা আক্তার

নয়নে ঘোর আঁধিয়ার,,,,
এক তমসাচ্ছন্ন বলয়ের মাঝখানে,
রিক্ত হাতে দাঁড়িয়ে সেইখানে।
কোথাও যে নেই সাড়া
শুধু আমার নিঃশ্বাসের,
প্রতিধ্বনিত শব্দ ছাড়া।

হঠাৎ ভেসে এলো–
এক অপলক আলোর ঝলকানি
সেই এক বিকির্নীত চাঁদ
ভরিয়ে দিল বুঝি আমার শূন্য হৃদয়খানি।

বয়ে নিয়ে চললো—
এক স্বপ্নময় জগতে
এ যে আমার হৃদয়ের অস্তিত্ব
এসেই কে যেন চুপিচুপি বললো।

আমার হারানো শৈশব,কৈশোর
স্নেহ – মমতা আর ভালোবাসা।
ভোরের হাওয়ায় পরশ মাখানো
পূর্ণ হবে তবে সেই আশা।

সুখানুভূতির এক আশ্চর্য প্রশান্তিতে
আমি হারিয়ে গেলাম তোমাতে –
আবার কি যে হলো,,,
সেই তুমি কোথায়,,,,?

কোথায় সেই রুপালী চাঁদের ঝলক?
কোথায় সেই মায়াবী জগৎ?
যাবেই যদি চলে
তব কেনো চাঁদের রুপ নিলে?

আমি দাঁড়িয়ে রয়েছি সেইখানে
আমারই চিরচেনা সেই
হৃদয়হারা বৃত্ত বলয়ের মাঝখানে।
সেই একাকিত্ব আর নিঃসঙ্গতায়,
মরু ভাস্কর হয়ে
ফিরে এসো স্বপ্ন হয়ে
নচেৎ নিঃশেষ হবে অশ্রু বয়ে।।।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com