শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

“‘”‘””’দুঃখী বাবা”‘”‘””

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৬৯ জন দেখেছেন

“‘”‘””’দুঃখী বাবা”‘”‘””

কলমে✍ ফাতেমা খাতুন জলি

 

বাবার শরীর দুর্বল আজ

নানান রোগে ক্লান্ত।

পারেনা আর আগের মতো

খেটে যেতে অশ্রান্ত।

 

ধনী মানুষ নয় তো সে

নয় অঢেল টাকার মালিক।

মধ‍্যবিত্তের কাতারে দাড়িয়ে

মিলায় হিসেবের মাসখানিক।

 

নেই কো তার ছেলে সন্তান

খেটে খাওয়ানোর মতো।

আছে তার চার কন‍্যা

রক্ত চুষে যায় যতো।

 

বাবার প্রতি জাগে মায়া

লাগে বড্ড ভয়।

বাবাটুকু ফুরিয়ে গেলে

অন্ধকার এই দুনীয়াময়।

 

দাড়াতে হবে বাবার পাশে

ত‍্যাগ করে সব সাজ।

বাবার টাকাই চলতে আজ

লাগছে মনে বড্ড লাজ।

 

ধর্মও আমায় মানতে হবে

পর্দা বজায় রেখে।

দাড়াবো আমি বাবার পাশে

ধর্মের আদর্শ মেনে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com