শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

তারুণ্যের আইকন মাওলানা রজব আলী মাসুম লালমনিরহাট-২ আসনে এমপি প্রার্থী হিসাবে ঘোষণা

শাহিনুর ইসলাম শাহীনঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৯ জন দেখেছেন

শাহিনুর ইসলাম শাহীনঃ

 

লালমনিরহাট জেলা জাকের পার্টির আয়োজনে কাউন্সিলদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী হিসাবে দলীয় ভাবে নির্বাচিত হন মাওলানা রজব আলী মাসুম।
উপস্থিত জনসভায় তাকে ঘোষণা দেন দলটির মহাসচিব জনাব শামিম হায়দার এবং কেন্দ্রীয় নেতা কর্মির উপস্থিতিতে ঘোষণা প্রদান করেন ১৬ জুন বিকাল ০৪ ঘটিকায় কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন আহমদ অডিটোরিয়াম এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামিম হায়দার মহাসচিব জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি।
সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা জনাব খবির উদ্দিন সভাপতি জাকের পার্টি সাংগঠনিক জেলা উত্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুরাদ হোসেন জামাল সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি। আব্দুল লতিফ খান যুবরাজ সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি। শেখ নজরুল ইসলাম লিটন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি। আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী সদস্য জাতীয় স্থায়ী কমিটি, জাকের পার্টি। আলহাজ্ব মুফতি মাওলানা মাসুম বিল্লাহ সদস্য জাতীয় স্থায়ী কমিটি, জাকের পার্টি। রবিউল ইসলাম (রবি) সদস্য জাতীয় স্থায়ী কমিটি। মোর্শেদ হাসান জামাল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পার্টি। মোঃ দেলোয়ার হোসেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৎস্যজীবি ফ্রন্ট জাকের পার্টি আরও অনেকে।
চলতি বছরকে ‘নির্বাচনি বছর’ ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে জাকের পার্টি। গেল কয়েক মাস দলের জাতীয় কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকলেও নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিতেই এখন সব মনোযোগ। নতুন বছরে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, ভোটারের মন জয়ে প্রতিশ্রুতি, নির্বাচনি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি- এমন নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকার পরিকল্পনা নিয়েছে জাকের পার্টি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দলের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। সরকারবিরোধী আন্দোলন মোকাবিলা করা, কূটনৈতিক চাপ সামাল দেয়া, দলীয় কোন্দল নিরসন, জঙ্গিবাদ-সামপ্রদায়িকতার বিরুদ্ধে জনমত গঠন, সংসদ নির্বাচনে জনপ্রিয় প্রার্থী বাছাই, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরকারবিরোধীদের অপপ্রচারের যৌক্তিক জবাব এবং আওয়ামীলীগ, জাতীয় পার্টি বিএনপিসহ নিবন্ধিত সব দলকে নির্বাচনমুখী করাই অন্যতম চ্যালেঞ্জ।

নির্বাচনী চ্যালেঞ্জের বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে জাকের পার্টির মহাসচিব জনাব শামিম হায়দার বলেন, দীর্ঘদিন জাকের পার্টির চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে গেছে। আগামী দ্বাদশ নির্বাচনের আগেও কিছু চ্যালেঞ্জ আছে। জঙ্গিগোষ্ঠীগুলোর সব অপপ্রচার মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগুলো মোকাবিলা করব।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com