শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

জবি পরিবহন প্রশাসকের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ 

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৮ জন দেখেছেন

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি।

 

পেশাগত দায়িত্বপালনকালে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিকের বিরুদ্ধে। এই সাংবাদিকের নাম মো. মিলন হোসেন। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বলে জানা গেছে। অনিয়ম প্রসঙ্গে বক্তব্য নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ মো. মিলন হোসেনের। তিনি বলেন, পরিবহন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক আমার সাথে অসদাচরণ করেছেন। রোববার বিকাল পাঁচটায় তার বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলে তিনি এই অসদাচরণ করেন।

 

ভুক্তভোগী সাংবাদিক মো. মিলন হোসেন বলেন, পরিবহন দপ্তরে দীর্ঘদিন ধরে তেল চুরি, ওভারটাইম দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়সহ নানা দুর্নীতি চলে আসছিল।

 

এ বিষয়ে জানতে একাধিকবার তার দপ্তরের গেলেও তাকে পাওয়া যায় নি। পরে তার বক্তব্যের জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, তোমরা সাংবাদিকরা পরিবহন দপ্তর নিয়ে উঠে পড়ে লেগেছ কেন? তুমি কি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? কোন ডিপার্টমেন্টে পড়ো? আমার বাবাও সাংবাদিকতা করতো।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে সবকিছু খতিয়ে দেখা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com