শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

চৌদ্দগ্রামে শুভ সংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

Md, Shahidul Islam
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৩ জন দেখেছেন

 

মুহা. ফখরুদ্দীন ইমন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপের সহায়তায় এবং দৈনিক কালের কন্ঠ-বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের বিনামূলে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কাজের উদ্বোধন করেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, ‘বাংলাদেশে আরো বহু কোম্পানি রয়েছে, কিন্তু বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের জন্য এমন আয়োজন সত্যিই প্রসংশার দাবি রাখে। অনেকেই সেলাই কাজ না শিখে মেশিন পায়, এতে কিছুদিন পরে তারা প্রাপ্ত সেলাই মেশিনটি বিক্রি করে দেয়। বসুন্ধরা শুভ সংঘ তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ দিবে। এরপর প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবে। বিষয়টি অত্যন্ত চমৎকার ও বেশ ফলপ্রসূ হবে। চৌদ্দগ্রামের অস্বচ্ছল নারীদেরকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে স্বাবলম্বী করছে শুভ সংঘ। এজন্য আমি বসুন্ধরা গ্রæপকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও চৌদ্দগ্রামে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানাই।’

দৈনিক কালের কন্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইউনুস মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. শাহাদাত হোসেন, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নী, শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে আয়োজকরা জানান, ‘দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপ দেশের বিভিন্ন উপজেলার অস্বচ্ছল নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনমাস ব্যাপী হাতে-কলমে সেলাই প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করছে। যার একটি চৌদ্দগ্রাম উপজেলায় করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত কমপক্ষে বিশজন অস্বচ্ছল নারী ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বসুন্ধরা শুভসংঘের নিয়োগকৃত একজন নারী সেলাই প্রশিক্ষক তাদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন। তিনমাসের প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদ ও একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে। ’

স্থানীয় কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের ওয়াদুদ এর স্ত্রী মাজেদা বেগম শুভ সংঘকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার স্বামীর কিডনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি বেকার হয়ে আছেন। যারফলে সংসার পরিচালনা করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। বসুন্ধরা শুভসংঘের এত সুন্দর একটি উদ্যোগের মাধ্যমে আমি স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছি। এজন্য এখানে সেলাই কাজ শিখতে এসেছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com