সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি খোরশেদ আলমের মিনার প্রতীকের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মো: খোরশেদ আলমের মিনার প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর শামসুল হুদা দাখিল মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র খেলাফত মজলিসের সাবেক সভাপতি মুফতি মো: খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি খোরশেদ আলম বলেন, ‘ভোট জনগণের রাষ্ট্রীয় অধিকার। ইসলামের দৃষ্টিকোন থেকেও ভোট একটি পবিত্র আমানত। এ আনানত রক্ষা করার দায়িত্ব প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। সুতরাং আগামী ৭ জানুয়ারি এ আমানত রক্ষায় আপনারা সচেষ্ট থাকবেন বলেই আমি বিশ্বাস করি। যেনতেন প্রার্থীকে ভোট দিয়ে ভোটের মত পবিত্র আমানতের খেয়ানত করবেন না। ৭ তারিখের নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। বাতিলের বিরুদ্ধে হকের নির্বাচন। পরিবর্তন ও ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে মিনার প্রতীকে ভোট দিয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থীকে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে এবং দেশে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমি নেতা হতে আসিনি। আপনাদের সেবা করার মাধ্যমে একজন আদর্শবান সেবক হতে চাই। আগামী ৭ জানুয়ারি সারাদিন মিনার প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি পাঁচটি বছর আপনাদের সেবা করবো ইনশাআল্লাহ। এ চৌদ্দগ্রামের মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারবে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, মাদক-সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল সহ চৌদ্দগ্রামের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সম্পাদক মাওলানা আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের কুমিল্লা জেলা নেতা মুফতি নুরুল আমিন, হাফেজ মুহাম্মদ আবুল কালাম, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মামুনুল হক হাফেজ্জী, ঐক্যজোট নেতা মাওলানা মোবারক করিম প্রমুখ।

এ সময় ইসলামী ঐক্যজোটের চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com