শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ডক্টরস প্যাথলজির ভূল রিপোর্টের কারনে অকালে প্রান হারালো টুকটুকি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৭০ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের উলিপুর ডক্টরস প্যাথলজির ভূল রিপোর্টের কারনে অকালে প্রান হারালো টুকটুকি। উপজেলার আদি প্রাইভেট চিকিৎসালয় বা আদি ক্লিনিক ডক্টরস কমিউনিটি ক্লিনিক প্রথম থেকে এখন পর্যন্ত ক্লিনিকটি দোষে গুণে চললেও ২০১৯ সালের পর থেকে ক্রমান্বয়ে চিকিৎসার জগতে খেই হারিয়ে ফেলেছে। ২০১৯-২০২০শে ২ টি ২০২০-২০২১শে ১ টি ২০২২-২০২৩শে ১ টি রোগী ভুল চিকিৎসায় না ফেরার দেশে চলে গেছে। গত ৩০/০৪/ ২০২৩ ইং তারিখে মোছা: জান্নাতুল জেসি( টুকটুকি) নামের মেয়েটি ভুল চিকিৎসায় মারা গেছে ডা: লোকমান হাকিম নিজেই মৃত মেয়েটির জন্য ৩ লাখ টাকা দান করে টুকটুকির বাবা জহুরুল হকের সাথে রফাদফা সেরে ফেলেছে। মৃত টুকটুকির জীবনের দাম যদি ৩ লাখ টাকা হয় তাহলে যে সমস্ত রোগী অপারেশন করতে এসে মারা যাবে তাদেরকে ৩ লাখ টাকা দিলেই মিটমাট হয়ে যাবে। তাহলে মানুষের জীবনের তো কোন মুল্য নেই? এ ঘটনায় বারবার ডা: লোকমান হাকিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনাটি এরিয়ে যান এবং বারবার ঘটনা টি না বাড়ানোর জন্য অনুরোধ করেন। বর্তমানে ডা: লোকমান হাকিম পর্দার আড়ালে আছেন বলে ক্লিনিক সংলগ্ন সুধীজন মনে করেন। টুকটুকির মৃত্যুর পর গোটা উলিপুর উপজেলার তোলপাড় সৃষ্টি হলে ক্লিনিকের প্রধান পরিচালক ডা: লোকমান হাকিম গা ঢাকা দেয়। মিমাংসার ক্ষেত্রে টুকটুকির অভিভাবকদের সঙ্গে যাবতীয় আলাপ আলোচনায় ক্লিনিক ম্যানেজার মিল্টন ও সহকারী ম্যানেজার মুসা মিয়া যুক্ত ছিলেন।

টুকটুকি গুরুতর অসুস্থ হলে মা বাবার করুন আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এ ঘটনায় জান্নাতুল জেসি ওরফে টুকটুকি ডা: লোকমান হাকিম ও ম্যানেজার মিল্টন কুট কৌশলে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। বিভিন্ন ভাবে ডা: লোকমান হাকিম রোগীকে বাঁচানোর আপ্রাণ চেস্টা করার পরে লাইফ সার্পোটে নিয়ে যেতে রোগীর অভিভাবকদের বাধ্য করান। গত ২৫ শে মে ২০২৩ ইং তারিখে দুপর ২ টার দিকে টুকটুকি মৃত্যুর কোলে ঢলে পরলে ডা: লোকমান হাকিমের ভুল চিকিৎসার ইতিহাস জনসমুক্ষে চলে আসে। শুধু টুকটুকির মৃত্যুই নয় কুদ্দুছ,মনি,মেরিনা অনন্তপুরের অজ্ঞাত এক নারীর পেটে অপারেশন থিয়েটারে কেছি,গজ পেটের ভিতরে রেখে সেলাই দেয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই আমাদেরকে মুঠোফোনে জানায়। ডা: লোকমান হাকিমের আদি ইতিহাস জানতে রাজিবপুরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন প্রথম জীবনে রাজিবপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা দিতে গিয়ে সঠিক চিকিৎসা না দেওয়ায় স্থানীয় জনগণের তোপের মুখে পরে জীবন নিয়ে পালিয়ে আসে। ভুল চিকিৎসার ইতিহাস শুধু একালের নয় সেকালেও ছিল বলে চিকিৎসা সংশ্লিষ্ট অনেকেই আমাদের প্রতিনিধিকে জানান। বর্তমান উলিপুর তেলের পাম্প সংলগ্ন ডক্টরস কমিউনিটি ক্লিনিক টি চিকিৎসা সেবার পরিবর্তে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। চিকিৎসা সেবা নিতে আশা নাম প্রকাশে অনিচ্ছুক অনেক রোগী স্থানীয় সুধী মহল ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এহেন জঘন্য কর্মকাণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য নেক দৃস্টি কমনা করছেন। টুকটুকির কবর মৃত শের আলীর( উলিপুর সর্দার পাড়া) কবরের পাশে দেওয়া হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com