রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল মিয়া গ্রিল মিস্ত্রী নিহত

মোঃ আলমগীর মোল্লা, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

মোঃ আলমগীর মোল্লা, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলা কালিগঞ্জ উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নে আজমতপুর চৌরাস্তার উত্তরপাড়া মোড়ল বাড়ি সংলগ্ন গিয়াস উদ্দিন মোড়লের ওয়ার্কশপে।
রুবেল মিয়া ( ২২) গ্রিল মিস্ত্রী নিহত হয়েছেন বলে সংবাদ পাওয়া যায়

ওই গ্রিল মিস্ত্রির বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগুরিয়া গ্রামের মো.ধানেশ উদ্দিনের ছেলে।
সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল থেকে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান ঘটনা স্বীকার করে বলেন-
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পরে কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মশিউর রহমান খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় পাঠানো হয়েছে।

লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ দোকানে অরক্ষিত বৈদ্যুতিক তার ও মেশিনের সেফটি না থাকায় অকালে প্রাণ দিতে দিতে হলো রুবেল মিয়া কে ।

নিহতের বাবা ধানেশ উদ্দিন বলেন-
আমার ছেলে বিগত পাঁচ বছর যাবত আজমতপুর গিয়াস উদ্দিন মোড়লের ওয়ার্কশপে কাজ করতো।
তবে কি ভাবে সে মারা গেছে তার প্রকৃত ঘটনা আমার জানা নেই। তবে গ্রীল দোকানের মালিক আমাদেরকে ফোনে জানিয়েছেন কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে সে মারা গেছে।
ছেলের লাশ আনার জন্য কালীগঞ্জ থানায় যাচ্ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com