শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

কবিতাঃ—–ক্ষুদার্ত গরীব

কবিঃ--------এল,রহমান রানা...✍️
  • আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

কবিতাঃ—–ক্ষুদার্ত গরীব।
কবিঃ——–এল,রহমান রানা…✍️
তারিখঃ—–২৮.০১.২৩

গরীবের পেটে ক্ষুদা
ধনীদের পেটে সুধা,
কই কেহ করেনা তো গরীবকে
সাহায্য,
দুনিয়ার মায়ায় সবাই পড়ে
সবাই রং তামাশায় বড্ড ব্যাস্থ,
দেখে না কেহ নেই কোন
গরিবের পেটে খাবার,
ধনীরা সব খেয়ে দেয়ে করে
সাবার।

গরীবের পেটে ক্ষুদা,খাবার
চাহিলেই
ধনীরা বলে যা তা, ধনীরা পড়ে
সুট বুট
টাই, গরীবের তরে মন যদি না
কাঁদে
তোমার কিসের ধনী তুমি মশাই,
মানবিক হতে হলে মাদার
তেরাসার জীবনি পড়ো,
মনুষ্যত্বের
সুন্দর জীবন গড়ো।

গরীবের পেটে ক্ষুদা
আহাকারে মরে, তুমি দেখেও
না দেখার করে যাও বান,
মনের রেখো হে ধনী
খোদার নিকট পাবেনা তুমি
এক বিন্দুুও সম্মান,
গরীবের শরীরে নেই কাপর
শ্রম করে টাকা চাহিলেই তুমি
মেরে বসো থাপ্পর,
মানুষ নও তুমি মেরে খাও
গরীবের হক, একদিন মরেই
দেখো কোথায় যাবে
তোমার যশ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com