শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

আাদালতে জামিন নিতে গিয়ে বিএনপির সাত নেতাকর্মী কারাগারে গেলেন

Md, Shahidul Islam
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪২ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
বিষয়টি নিশ্চিত করেন আসামীদের আইনজীবী সাব্বির হোসেন। তিনি বলেন, আদালত তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তীকালে আবার জামিন চাইব। কারাগারে পাঠানো বিএনপির নেতা-কর্মীরা হলেন রাণীনগর উপজেলা যুগ্ন আহ্বায়ক মোসাররফ হোসেন, ফরহাদ আলী মন্ডল ও আতিকুজ্জামান, সদস্য এইচএম নয়ন খান লুলু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাছান ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মন্ডল।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com