শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

আলোকিত সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই—সোহেল রানা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৮ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক মো.সোহেল রানা বলেছেন,আলোকিত সমাজ গড়তে বই পড়ার বিকল্প নেই। তিনি বলেন, যুব সমাজকে মাদকের কড়াল ছোবল থেকে ফিরে আনতে তাদের হাতে হাতে ভালো ভালো লেখক কবিদের বই তুলে দিতে হবে এবং আল কুরআনের আলোর প্রতি তাদেরকে ফিরে আনতে হবে। তিনি বলেন,জ্ঞান অর্জনের উপায় দুটি পুস্তক পাঠ ও দেশ ভ্রমণ। রবিবার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা অফিসে সাংবাদিক ও কবি মোহাম্মদ আককাস আলীর ৭ম আবিষ্কার “কবিতা ও গল্পের রূপকাহিনী” বইটি লেখক সম্পাদকের হাতে তুলে দেন। বইটিতে আজকের বসুন্ধরা পরিবারকে নিয়ে একটি কবিতা রচনা করেছেন কবি মুহাম্মদ আককাস আলী। কবি তাঁর স্বরচিত কবিতাটি আবৃত্তি করেন।
কবিতাটির শিরোনাম—আজকের বসুন্ধরা:

দেশের এক ঝাঁক তরুণ সাংবাদিক
সংবাদের খোঁজে সারাদিন ঘুরে,
সম্পাদক সোহেল রানা বলিষ্ঠ লেখনীগুলো
দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় প্রকাশ করে।

সাংবাদিকদের দেয় অনুপ্রেরণা সোহেল রানা
কখনো কখনো ভ্রমণের জন্য জড়ো করে;
আনন্দের জোয়ারে সবার মুখে হাসি ফুটে ওঠে,
খবরের পিছনে খবর আজকের বসুন্ধরা
দেশ-বিদেশের পাঠকেরা পাঠ করে কাঁটাই সারা বেলা।

দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আজকের বসুন্ধরা
কারো কাছে মাথা নত করিবার নয় তারা।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে
রাষ্ট্র বিরোধী সংবাদ বর্জন করে
সব পাঠকের মন জয় করেছে আজকের বসুন্ধরা।

সম্পাদক সোহেল রানা দিনরাত পরিশ্রম করে
পত্রিকাটিকে দাঁড় করিয়েছে বিশ্বের দরবারে।
এক ঝাঁক তরুণ সাংবাদিক পত্রিকার তরে
ভালোবাসার বন্ধনে দেশের জন্য কাজ করে।

সম্পাদক সোহেল রানা মজুরি দিতে পারেনা
বিজ্ঞাপন নিয়ে মিঠাই তারা মনের বাসনা।
অল্পতেই খুশি সাংবাদিক বন্ধুরা
তাদের পরিবারে নেই কোন বিলাসিতা।

সাংবাদিক আছে বলেই
আইনের শাসন পায় জনতা
তবুও ঘাপটি মেরে দুর্নীতিবাজরা
টাকা কড়ি লুটে নাই তারা।

বিনা বেতনে করে কাজ দেশ ও জাতির তরে
ঘুষখোর দুর্নীতিবাজেরা ভুল ধরে তরে তরে।
মামলা হামলা মাথায় নিয়ে করে কাজ তারা
এমনি ভাবেই তাদের কাঁটে সারাবেলা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com