শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

“”‘”‘”‘” আমার গ্রাম”‘”‘””

মোঃ আবেদ আহমেদ, সম্পাদক সাহিত্য বিভাগ
  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১১৪ জন দেখেছেন

“”‘”‘”‘” আমার গ্রাম”‘”‘””
✍ ফাতেমা খাতুন জলি

গ্রাম আমার বারবাকপুর
সমগ্র তার উন্নয়নে ভরপুর।
যশোর জেলার ঝিকরগাছার
মাঝখানেতে তার সমাহার।

কপোতাক্ষের তীরে অবস্থানরত
বারোবাঁকের নদের বলে
বারবাকপুর হয়েছিলো নামকরন।
থানা থেকে তিন কিলোমিটার
ভেতরে তার আয়োজন।

সৌন্দর্য তার খাল -বিল আর নদে
পথের ধারে চিরল পাতার
খেজুরবৃক্ষও কম যায়না।
সবুজ শ‍্যামল আর খোলা মাঠেতে
সবজী চাষই কৃষকের বায়না।

শনি,মঙ্গল হাট বসিয়ে
হয় সবজি বেচাকেনা,
কৃষকেরা ছোটো করে তার
নাম দিয়ে হাটখুলা।
সন্ধ‍্যেবেলা দোকানপাটে
খেটে খাওয়া লোকের ভীড়,
চায়ের আড্ডায় বসে সবে
ব‍্যক্ত করে নানান ফিকির।

চাষকাজে আমার গ্রাম খানি
উর্বর মাটির আস্তানা,
লোকে বলে কৃষিখামারে
বারবাপুর হলো থানার সেরা।
স্কুল, কলেজ,মাদরাসাতে
উন্নতি যার দৃশ‍্যমান,
ঠান্ডা স্বভাবের বাসিন্দা তার
যাদের বলে যশোরিয়ান!

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com