শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

অগ্নি ঝড়া মার্চ

সাহিত্য সম্পাদক প্রজন্ম ট্রিবিউন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৭৩ জন দেখেছেন

অগ্নি ঝড়া মার্চ

লুৎফর রহমান (রানা)

অগ্নি ঝড়া মার্চের এইনা দিনে

২৪ মার্চ, ১৯৭১ পাকিস্তান সব

নিয়ন্ত্রণই হারায় এই পূর্ব বাংলায়, 

সামরিক জান্তার রক্তচক্ষু আর

অস্ত্রের আঘাতকে তুচ্ছ করে

স্বাধীনতার

প্রশ্নে ঐক্যবদ্ধ গোটা বাঙালী

বীরের জাতি।

ভুলেনি বাঙালি 

রক্তক্ষরা একাত্তরের এদিনেই

সৈয়দপুরসহ বিভিন্নস্থানে অবাঙালীদের

সঙ্গে নিয়ে

ঘাতক পাকবাহিনী নির্বিচারে গুলি

চালিয়ে

কমপক্ষে ৩ শতাধিক বীর বাঙালীকে

হত্যা করে। 

তবুও স্বাধীনতার প্রশ্নে

অকুতোভয় বীর বাঙালীর চির

উন্নত মোমো শির। 

ভুলেনি বাঙালি পাকিস্তানের বর্বরোচিত

হামলা ভুলেনি বাঙালি

ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে 

চালিয়েছিল পাকিস্তানি হানাদারের দল

হামলা, 

সেই হামলা শত শত মানুষের তাজা রক্তে

লাল হয়েছিল লাল পতাকা,

ভুলিনি ভুলতে পারেনা বাঙালি 

অগ্নি ঝড়া মার্চের কালো রাত্রির কথা।

ভুলেনি বাঙালি বঙ্গবন্ধুর ৭ই মার্চের

হুংকার দেওয়া ভাষনে বাঙালিরা ধরেছিল

অস্ত্র, তাঁর সেই ভাষনেই ছিল 

দেশের জন্য যুদ্ধ করার জন্য লক্ষ লক্ষ 

বক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com