শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

সূর্য

মোঃ আবেদ আহমেদ, সম্পাদক সাহিত্য বিভাগ
  • আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১২০ জন দেখেছেন

সূর্য
তাহেরা খাতুন

চাঁদ নয় সূর্য হয়ে এসো এই জীবনে।
সূর্য তুমি
সৌর্য বীর্য আর দীপ্তিময় উজ্জ্বলতায়
আলোকিত হোক নিখিল ভুবন
পরাক্রমশালী চেতনার উদ্দীপনায়।

পুড়তে চাই আমি প্রখর তাপে
নিঃশেষিত হতে চাই রশ্মিতে
সেই চাওয়া দূর হয়ে যাক
বেঁচে থাক সব সৃষ্টিতে।

বলেছিলে তুমি,,,
এমন জীবন তুমি করিবে গঠন
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন,,,,,

আমি সেই হীরক হবো
দাবানল আর প্রকট তাপের তাপিত দাহে
নিজেকে গুড়িয়ে আবার গড়ে নেব।

নিঃশ্বেসিত ছাই উড়িয়ে
গড়ে নিও তুমি নিজের মতো
বাধা বিপত্তি মাড়িয়ে।

তুমি তোমার মতো করে
উজ্জ্বল আলোর মিছিলে
নবজন্ম দাও এই ধরাধামে।

সূর্য তুমি
নিজের আলোতে আলোকিত ধরায়
এসো প্রিয় এসো আবার ফিরে
কাশবনের এই স্নিগ্ধ মায়ায়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com