রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

লালপুরে ফেসবুকে ওসি পরিচয়ে টাকা দাবি, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

লালপুর (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের লালপুর থানার ওসি পরিচয় ব্যবহার করে টাকা দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ডিসেম্বর) তাকে নাটোর আদালতে পাঠানো হয়।সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের চাঁদের আলীর ছেলে এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের (একাংশ) যুগ্ম-সাধারণ সম্পাদক।
লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ওই একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com