রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

মাদারীপুর সরকারি কলেজের  ৭৫’বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সুইটি আক্তার মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২১ জন দেখেছেন

 

মাদারীপুরের ঐতিহ্যবাহী মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩- নভেম্বর) বিকেলে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক ও কলেজের অধ্যক্ষ মো; জামান মিয়া জানান,২০২৩ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাদারীপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব, অত্র কলেজ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে কোন একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তাঁরাই এই পূনর্মিলনীর অনুষ্ঠানে নিবন্ধনের জন্য বিবেচিত হবে। নিবন্ধন করার জন্য জনপ্রতি ২ হাজার টাকা ফি ধরা হয়েছে। এছাড়া স্বামী – স্ত্রী দম্পতির জন্য ৪ হাজার টাকা নিবন্ধন ফি ধরা হয়েছে। ফরম পুরণ করে এই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সুযোগ পাচ্ছেন প্রাক্তনরা । কলেজের ওয়েবসাইট বা অনলাইন থেকেও নিবন্ধন করা যাবে বলে জানানো হয় মতবিনিময় সভায়।

বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক ও কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায়, বক্তব্য রাখেন যোগাযোগ সমন্বয় ও প্রচার উপ কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ” সদস্য সচিব খান মো. শহীদ, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও সিনিয়র সাংবাদিক গোলাম মওলা, মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা জনাব’ জাহাঙ্গীর কবির। মাদারীপুর থেকে প্রকাশিক দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, সাংবাদিক সাগর হোসেন তামিম, সহ প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com