রবিবার, ০৫ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

ভালোবাসার বৃষ্টি

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১২৯ জন দেখেছেন

ভালোবাসার বৃষ্টি
রানা খান

বৃষ্টি মানেই অন্যরকম, প্রেমের আবওহাওয়া,
কাকভেজা হওয়া তখন একান্ত এক চাওয়া।
ভেজা মাটির সেঁদা গন্ধ মন যে মাতাল করে,
কদম পেতে দস্যিপনা, সখির হাতটি ধরে।

ডিঙি করে শাপলা বিলে, শালুক খোজে প্রিয়া,
পদ্মপাতার ভালোবাসা উদাস করে হিয়া।
কচুপাতার ছাতার নিচে ভিজবো তোমার সাথে
বৃষ্টিশেষের স্নিগ্ধ আকাশ ; হাতটা রেখো হাতেনীল শাড়িতে দস্যিপনা, ঝড়-জলের মাঝে,
সৌন্দর্য তার ঠিকরে পড়ে, ভেজা শাড়ির ভাজে।
ভেজা চুলে হাত ছোয়ানোর ইচ্ছে আমার হয়,
বৃষ্টিস্নাত তোমার রূপ বড্ড মায়াময়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com