রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

ব্যর্থ জীবন?

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৬৬ জন দেখেছেন

ব্যর্থ জীবন
রেজাউল ইসলাম আকাশ

তেরো নদী পার করে,
জয় করে –
এনেছিলাম তোমায়।
রেখেছি যতনে,
হৃদয়ের ফুলদানিতে।

কতশত ঝড় আর বিষণ্ণতাকে-
সাথী করে,
রেখেছি বুকের মাঝারে।
শিউলি আর বকুলের অলংকারে
সাজিয়েছি আপন মহিমায়।
নিজ স্বত্বাকে ভুলেছি, তোমাকে ঘিরে।

আজ তুমি কোন-
ছলনার স্রোতে,
ভাসিয়ে নিজেকে।
প্রশ্নবিদ্ধ করলে আমার আঙিনা।

বকুলের অলংকারে,
তোমার তৃষ্ণা অপূর্ণতা।
স্বর্ণখচিত অলংকারে,
পাবে তুমি তুষ্টতা।

অর্থ মাধুর্যতা বয়ে আনবে,
তোমার সুখের পূর্ণতা।
সব হারিয়ে বুঝেছি,
আমার জীবনের ব্যর্থতা।

তাইতো আজ বেছে নিলাম,
অজানা গন্তব্য –
শুধু তোমাদের সুখ কামণায়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com