বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

ত্রিশালে শেখ হাসিনার উন্নয়ন বরাদ্দের ৫ শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে-মাদানী এমপি

শিবলী সাদিক খানঃ
  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন

শিবলী সাদিক খানঃ

 

আওয়ামী লীগ সরকারের বিগত ৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বরাদ্দের ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ৫ শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে।
প্রদত্ত আর্থিক উন্নয়ন বাজেটের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪ শত ৫৬ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলে জানালেন আলহাজ্ব হাফেজ মাওঃ রুহুল আমিন মাদানী জাতীয় সংসদ সদস্য, সভাপতি, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি।

তিনি বলেন শিক্ষা প্রকৌশল বিভাগের মাধ্যমে বিগত ৪ বছরে ত্রিশাল উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাদ্দকৃত ৭১ কোটি ৩৩ লক্ষ ৬৪ হাজার টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় এ যাবত ১০ লাখ ৬০ হাজার টাকার ফেব্রুয়ারি -মার্চ ২০২৩ শে অনুদান দেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ও স্হানীয় সরকার মন্ত্রণালয়ের অনুদানের বাহিরে দলীয় নেতাকর্মী, গরিব, অসহায় ও বিভিন্ন রোগীদের চিকিৎসায় ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে বলেও জানান।

উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সোয়া ৪ বছরে ১নং ধানীখোলা ইউনিয়নে ৪৭ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা, ২নং বৈলর ইউনিয়নে ২৭ কোটি ৯৭ লাখ ৫১ হাজার টাকা, ৩নং কাঁঠাল ইউনিয়নে ২২ কোটি ৮৭ লাখ টাকা, ৪নং কানিহারী ইউনিয়নে ২৩ কোটি ৩৪ লাখ টাকা, ৫নং রামপুর ইউনিয়নে ২২ কোটি ১৬ লাখ টাকা, ৬নং ত্রিশাল ইউনিয়নে ৩৯ কোটি ৯৪ লাখ টাকা, ৭নং হরিরামপুর ইউনিয়নে ২০ কোটি ১৬ লাখ টাকা, ৯নং বালিপাড়া ইউনিয়নে ১২০ কোটি ৪০ লাখ টাকা, ১০নং মঠবাড়ী ইউনিয়নে ৩৯ কোটি ৩০ লাখ টাকা, ১১নং মোক্ষপুর ইউনিয়নে ২৫ কোটি ৩৪ লাখ টাকা, ১২নং আমিরাবাড়ী ইউনিয়নে ৩১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকার অবকাঠামো উন্নয়নের কাজ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, আই আর আইডিপি প্রকল্পের আওতায় ত্রিশাল উপজেলার দুইটি রাস্তা পাকা করনের জন্য ৩ কোটি ২৭ লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে।

এছাড়াও আই আর আইডিপি-৩ প্রকল্পের আওতায় ত্রিশাল উপজেলার ৮টি রাস্তার পাকাকরণ কাজ চলমান রয়েছে, ৩টি রাস্তার কাজ ঠিকাদার প্রতিষ্ঠান এখনো শুরু করে নাই রাস্তা তিনটি হল ১) ধানীখোলা ইউনিয়নে ডামের মোড় থেকে দিদার মেম্বারের বাড়ি পর্যন্ত ২) ডামের মুড় হইতে শিমুলিয়া গোরস্থান পর্যন্ত। ৩) কুতুবখানা বাজার হইতে কাটাখালি বাজার পর্যন্ত।

বইলর-ধানীখোলা- রাধা কানাই রাস্তার কাজ চলমান থাকা অবস্থায় ৩ কোটি টাকার মতো কাজ করে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যায়, এর
ইস্টিমেটেড রেট ছিল ১১ কোটি টাকা, ৮ কোটি টাকার মত কাজ হয় নাই, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে সূত্র জানায়। এব্যপারে রহুল আমিন মাদানী এমপি জানান, অতি শিঘ্রই দ্রুত সময়ের মধ্যে কাজটি পুনরায় আবার শুরু হবে।

ত্রিশাল উপজেলায় প্রায় ১,১০০ টি জামে মসজিদ রয়েছে, যে সকল মসজিদে অনুদান পায় নাই সেই সকল মসজিদে অনুদান পর্যায়ক্রমে দেওয়া হবে বলে রুহুল আমিন মাদানী এমপি আশাবাদ ব্যাক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com