বুধবার, ০১ মে ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

কবিতাঃ—— ফেব্রুয়ারি মাস।

কবিঃ---------এল,রহমান রানা
  • আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৬ জন দেখেছেন

কবিতাঃ—— ফেব্রুয়ারি মাস।
কবিঃ———এল,রহমান রানা…✍️

ফেব্রুয়ারি অনেক স্মৃতি
ফেব্রুয়ারি মনের কথা
ফেব্রুয়ারি প্রীতি,
ফেব্রুয়ারি কাজী নজরুলের
বাবরি চুলের সৃষ্টি সুখ।
ফেব্রুয়ারি প্রেমিকার
মিষ্টি মুখ, মায়ের মমতায়
মাখানো ভালোবাসা।

ফেব্রুয়ারি গর্বের মাস
বাংলায় কথা বলা
ফেব্রুয়ারি মানেই হল বাঙালি
গাদে গাদ মিলিয়ে
দল বেদে সব চলা ।

ফেব্রুয়ারি বিশ্বের বুক জুড়ে
স্বীকৃত দেশের ভাষা
ফেব্রুয়ারি মানেই হল
শহীদ ভাইদের আত্মত্যাগের
কথা, যায় কি ভুলে থাকা।

ফেব্রুয়ারির ২১ তারিখ
ভাষার জন্ম হয় লাল রক্তে
রফিক, শফিক , সালাম ,
বরকত ,জব্বারেরা করেছিল জয় ।

ফেব্রুয়ারিই অমর যে মাস
নাই যেন এর ক্ষয়
ফেব্রুয়ারি মানেই তো
মায়ের ভাষায় শ্রেষ্ট আশ্রয় ।

ফেব্রুয়ারি , ফেব্রুয়ারিতে
পথ কাঁপানো শ্লোগান
ফেব্রুয়ারি ভাষার মাস
আমার
বাংলা মায়ের সম্মান
রাখিতে জানি মা চির অম্লান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com