রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

কপোতাক্ষের দশা

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

কপোতাক্ষের দশা

ফাতেমা খাতুন জলি

কপোতাক্ষ সে নদের নাম
মধুসূদনেরও কবিতা।
কলকল সূরে জুড়াইতো প্রাণ
নদের ধারেরও প্রাণীটা।

এখন নদের করুন দশা
কেওটো পাতার দক্ষলে।
জুড়াইনা আজ কর্ন কাহারো
সে ভ্রান্তিরও ছলনে।

মিটেনা আর স্নেহের তৃষ্ণা
স্রোতোধারার বলে।
প্রজারূপে দেখায়না সে
রাজরূপ ঐ সাগরেরে।

এ কি সেই শতরূপি নদ?
সেই কপোতাক্ষ?
যারে নিয়ে কেহ কভু
করেনি কো কটাক্ষ!

বহু দেশের বহু নদ দলে
হয়নি কো তার তুল।
আজ তার করুন দশা
সবই মোদের ভুল।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com