বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

আসবে একদিন

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১৬ জন দেখেছেন

আসবে একদিন.

মোঃ সাইফুল ইসলাম খোকন

 

চাঁদ বুঝি স্বাদ করে

আকাশের বুকে,

হাসিতে ছড়িয়ে আলো

থাকে মহাসুখে।

ডানা মেলে পাখী উড়ে

সুর নিয়ে ঠোঁটে,

ভোঁমরের ছোঁয়া পেতে বুঝি

বাগানে ফুল ফোঁটে।

নদী ভাবে আছে মিশে

সুখ বুঝি সাগরে,

তাইতো নদী ছুটে যায়

সাগরের গভীরে।

আকাশ ভাবে মাটির বুঝি

আছে প্রেমের দৃষ্টি,

প্রেম-পিপাসা মিটাতে তাই

ঝড়ায় যৌবন বৃষ্টি।

বলতেতো পারিনা আমি

সব কথা বুকে জমা,

হয়তো জানতে আসবে একদিন

আমার প্রিয়তমা……….।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com