শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

আদিবাসীদের জীবন মানোন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন-সাংসদ সেলিম

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৮২ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁ-৩ আসনের সাংসদছলিম উদ্দিন তরফদার সেলিম বলেছেন,আদিবাসীদের জীবন মানোন্নয়নে শেখ হাসিনা সরকার নিরলসভাবে
কাজ করে যাচ্ছেন। তিনি বলেন এ’সরকার, আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল প্রদানসহ অনেক ভাতা দিয়েছেন। একমাত্র আওয়ামী লীগ আমলেই আদিবাসীদের উন্নয়ন হয়। কিন্তু ভোটের সময় আদিবাসীরা একশ’ দুশ’ টাকার জন্য না বুঝে অজায়গায় ভোট দেন। এখন সময় এসেছে নিজেদের উন্নতি বুঝবার। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার আহ্বান জানান এবং সেই সাথে আদিবাসীদের মাদক গ্রহণ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। গতকাল সোমবার ২২মে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে’র আওতায় ৮৫৭ আদিবাসী পরিবার ২০টি করে উন্নত জাতের পাতিহাঁস ও হাঁস পালনের ঘর
বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউএনও আবু হাসানের সভাপতিত্বে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আল আমিন তাং এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু,ওসি মোজাফফর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এরআগে ৬৮৬ আদিবাসী পরিবারের মধ্যে ২টি করে ভেড়া ও ১৮১ আদিবাসী পরিবারের মধ্যে ১টি করে বোকনা গরু বিতরণ করা হয়। এর আগে সাংসদ, ব‌্যাক অফিস মোড় আমবাগানে একটি মসজিদে ছাঁদ ঢালাই এ অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com