মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

যদি

মোঃ আবেদ আহমেদ, সম্পাদক সাহিত্য বিভাগ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১০৮ জন দেখেছেন

যদি

রহিমা আক্তার রীমা

যদি আমার অবর্তমানে কেউ জানতে চায়
কে সেই জন,
যার কারণে হৃদয়টা এফোঁড় ওফোঁড় হয়েছে প্রতিনিয়ত
আর নিঃসৃত হৃদয় চিড়ে বেড়িয়েছে বিরহ কাব্য?
তবে জনসম্মুখে বলে দিও তুমিই সেই পরগাছা।

যদি আমার নিরবে চলে যাওয়ার কারণটা-
কেউ জানতে চায়,
তবে নির্দ্বিধায় বলে দিও তুমিই সেই হত্যাকারী
যার অবহেলার বিষ পান করতে করতে-
হয়েছে আমার অপমৃত্যু!

যদি কেউ আমার সৃষ্টি কর্মগুলো দেখতে চায়
তবে বলে দিও,
আমি আমার সমস্ত সৃষ্টিকর্মের অস্তিত্ব-
নিঃচিহ্ন করেছি তোমার সাথে অভিমানে।

যদি আমার স্মৃতি কেউ বুক পকেটে রাখতে চায়
তবে বলে দিও,
স্মৃতিগুলো তোমার পকেটে সংরক্ষিত ছিলো
আর তোমার সেলাইবিহীন পকেট থেকে ঝরে-
ফানুস হয়ে উড়ে গেছে আকাশে
যা কেউ ছুঁতে পারবে না আর!

যদি মৃত্যুর পর আমার চেহারাটা হয় কুৎসিত-বিধঘুটে
তবে সবাইকে জানিয়ে দিও,
তোমার দেওয়া অবহেলার যন্ত্রণাগুলো আমার-
সৌন্দর্য বিলীন করে করেছে ভয়ঙ্কর চেহারার লাশ!

আর যদি মৃত্যুর পর আমার চেহারায় সৌন্দর্য-
আরও কয়গুণ বেড়ে লাশটি হয়ে ওঠে অপ্সরী
তবে সবাইকে জানিয়ে দিও,
তোমার পাগলকরা ভালোবাসা-আদরে আমার অবয়ব
হয়ে ওঠেছে এক জান্নাতি হূর।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com