শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

হারিয়ে ফিরে পাওয়া

কানিজ তানজিমা ববি
  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১২১ জন দেখেছেন

হারিয়ে ফিরে পাওয়া

কানিজ তানজিমা ববি

সকালের নাস্তা বানানোর সময় চমৎকার কিছু কথা ভাসছিলো মনের পাতায়।
য়ুঁহুক,লিখা হোলোনা তা খাতার পাতায়।
এখন যখন বসলাম ফোন হাতে নিয়ে,
দেখলাম,সেই ভাষাগুলো চুলার জ্বালে জ্বলেপুড়ে
ভস্ম হয়েছে সে-ই ভোর সকালেই!

আমি নত মস্তকে চক্ষু দুটি বুঁজি,
হৃদয়টাকে প্রসারিত করে ভাবলাম নিরোবধী।
নাহ্,আসছে না কিছুতেই,সেই চমৎকার শব্দরাশি!
অস্হিরতা পায়নি,তবে মনটা খুব ব্যাকুল হয়ে খুঁজে ফিরে তাকে,
পায়না কিছুতেই,দেয়না ধরা যা ছিলো শুধুই মনের কল্পনাতে।
তাই, ফের চললাম নতুনভাবে, নতুনদের খোঁজে।
এসে যে চলে যায়,তাকে ধরে রাখার ব্যার্থ প্রয়াসে কেনো করি জীবন সর্বনাশ !
তাইতো,আবারো আমি নতুন শব্দ গাঁথি!
গাঁথি তাদের ঠিক ভোরে কুড়ানো
শিউলি ফুলের মালার মতো।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com