সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন

“ভ্রান্ত নরেশ্বর”

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১২০ জন দেখেছেন

“ভ্রান্ত নরেশ্বর”
শাহী সবুর

অনুব্রজে অধ্যাশিতে ব্রজাগমনন,
মনুষ্যত্ব ভূলন্ঠিত দেবের স্পন্দন।
অবলম্বির অসংগতির ব্যগ্র দুরাচার,
সমারম্ভে পরহস্থিত নৈবেদ্য সম্ভার।
অলিকতার অবনাশে যুধিষ্ঠি সাধীত,
সংগোপিত আরোসিত অর্চনা বাধীত।
অসংগতির অধপতি রাসব অর্বাচীন,
অমৃতায় ভ্রষ্ট জ্ঞানে পঙ্কে নিমজ্জিন।
পরোধনে সঙ্কর্ষণে চিত্ত উদ্বেলিত,
বিপর্যয়ের আভিগম্যে হবে মন পতিত।
আদৃততা বিলীন হয়ে সম্ভ্রম নিধন,
নির্ঘৃণ্যতার শীর্ষে তুমি নিকৃত কুজন।
আতান্তরে পতিত মন অবলম্বন যাচে,
নীলাম্বু নিশূন্য হলে জলধি কি বাঁচে?
রিপুর বসে পরাস্থিত পঞ্চালিকা মন,
মনিকাঞ্চন বিসর্জনে অধাত্ব অর্জন।
উমেদহীনা প্রবঞ্চনায় বাকরুদ্ধিত মন,
উন্মার্দতার পাষণ্ডতায় হৃদয়ে হুতাশন।
বিদগ্ধতা হৃদয় আত্মা উড়াঙ্গিনীর বিষে,
নিগ্রহিত সন্দিগ্ধতায় প্রসমিবে কিসে?
সমচিত হিসাব হবে প্রত্যাবর্তন হোলে,
নিকৃষ্টিত নরকনলে চিত্ত যাবে জ্বোলে।
সুসময়ে সমীহিত হওরে নরেশ্বর,
সাধুত্বকে বরণার্থে সুসাধুকে ধর।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com