মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

রাজশাহী বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেলেন আরজেএফ’র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান লিটন

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১১১ জন দেখেছেন

 

হাফছা খাতুন
স্টাফ রিপোর্টারঃ-

রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক ও সম্পাদক শাহ্ মেহেদী হাসান লিটনকে রাজশাহী বিভাগ আরজেএফ’র সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়েছে । গত ৩০ ডিসেম্বর ২০২৩ কেন্দ্রীয় আরজেএফ’র প্রথম সভায় নেয়া সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব বন্টন করা হয় । আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ স্বাক্ষরিত জনাব মেহেদী হাসান লিটন বরাবর এক অফিসশিয়াল চিঠি বুধবার দুপুরে তার হাতে এসে পৌঁছেছে। চিঠিতে উল্লেখ করে বলা হয়,রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে বিভাগের সকল জেলা ও উপজেলায় আরজেএফকে সুসংগঠিত করা ও সাংবাদিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে সকল প্রকার ইতিবাচক কর্মসূচি পালন করবেন। পাশাপাশি তৃণমূলে একটি প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়তে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রশিক্ষণ কার্যক্রম বেগবান করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন ও আরজেএফ ঘোষিত সকল কর্মসূচী পালনে প্রয়োজনীয় ভূমিকা পালনের নির্দেশ দেয়া হয়েছে। জনাব মেহেদী হাসান লিটনের জন্য শুভ কামনা জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আরজেএফ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com