সোমবার, ১৩ মে ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলা নিয়ে উদ্বিগ্ন চাষীরা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

তীব্র কনকনে শীত ও কুয়াশায় বোরো বীজতলা নিয়ে উদ্বিগ্ন বরেন্দ্র অঞ্চলের চাষীরা। গত ছয়দিনেও সূর্যের দেখা মেলেনি। ফলে কুয়াশা ও তীব্র শীতের কবলে পড়ছে বোরো বীজতলা। একারণে বীজতলার চারার গোড়া, পাতা পচা রোগ ও চারা হলুদ বর্ণ হয়ে দুর্বল হওয়াসহ ক্ষতির শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বোরো চাষীরা। সূত্রমতে ১লাখ ২৫ হাজার ৪২০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য ৪০৭৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ক’দিন আগেই তৈরি বীজতলায় চারাগুলো বেড়ে উঠছিলো। এরমধ্যে গত কয়েকদিন ধরে শীতের পাশাপাশি দিনভর ঝড়ছে কুয়াশা। এতে বীজতলায় বেড়ে ওঠা চারাগুলো সবুজ থেকে লালচে আবরণ ধারণা করছে। এগুলোর হাত থেকে বীজতলা রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছেন চাষীরা। চারা রক্ষায় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক এবং নলকূপের পানি প্রয়োগ করা হচ্ছে। এতে উৎপাদনে অতিরিক্ত খরচও হচ্ছে। বোরো চাষীরা বলছেন চারা রক্ষা করতে না পারলে বোরো চাষ অনিশ্চিত।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com