শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

তানোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ শহিদুল ইসলাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

 

মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক করেন। পরে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহি অফিসার বিল্লাল হোসেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রশিদ ময়না, সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত , তানোর থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম , ভাইস চেয়ারম্যান আবু বক্কর,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সদ্দার সহ জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অপরদিকে তালন্দ ললিত মোহন ললিত মোহন ডিগ্রী কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: জসীম উদ্দীন সহ শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

অন্যদিকে তানোর মহিলা কলেজ ও চাপড়া উচ্চ বিদ্যালয় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

উপলক্ষে প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। পরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ এর সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীর উপস্থিত ছিলেন, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সভাপতিত্বে প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তানোর প্রেসক্লাব উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। #

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com