শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

৫০ টি ভারতীয় চোরাই মোবইল সহ ১ যুবক আটক।

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২০৭ জন দেখেছেন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫০টি বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার নোয়াখালী টু কুমিল্লা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ সাফায়েত হোসেন (৩৩) সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের এয়ারপুর গ্রামের মোঃ রফিক উল্যার ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, খুব গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার সড়কে এক অভিযান চালায়। ওই সময় একজন সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।

পরে তার ব্যাগ তল্লাশি করে ৫০টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, মোবাইলগুলো সে পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করতে এনেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি, সাফায়েত ভারতের বোম্বেতে স্ত্রী সন্তানসহ থাকে। মূলত ভারতের চোরাই মোবাইল বাংলাদেশে আর বাংলাদেশে চোরাই মোবাইল ভারতে পাচার করে।
তার কাছ থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে। তথ্যাদি যাচাই বাছাই চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com