মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন

হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা, (বৃহন্নারদীয়

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৯ জন দেখেছেন

 প্রসেন্দ্র বৈদ্য( রনি) বিশেষ প্রতিনিধিঃ

সুধী ভক্ত মন্ডলী।

আগামী ৯ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (২২ফেব্রুয়ারী ২০২৪ ইং) বৃহস্পতিবার হইতে ১১ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ (২৪ফেব্রুয়ারী ২০২৪ ইং) শনিবার পর্যন্ত দত্তপাড়া সার্বজনীন কালী মন্দিরে শ্রী শ্রী কালভৈরব ও পার্বতী মায়ের মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “”শ্রী শ্রী বিষ্ণু পূজা”,”শ্রী শ্রী চন্ডী যজ্ঞ” এবং প্রতি বছরের ন্যায় এবার”” ২৫তম বার্ষিক অষ্টপ্রহর শ্রী শ্রী নাম ও লীলা সংকীর্তন””।

অনুষ্ঠান সূচী :

[৯ই ফাল্গুন, বৃহস্পতিবার]
সকাল ৯.০০ ঘটিকায় শ্রী শ্রী বিষ্ণু পূজা ও প্রতিষ্ঠিত কালী মায়ের পূজা।।

সর্বমঙ্গলার্থে শ্রী শ্রী চন্ডীযজ্ঞ।।

রাত ১০ ঘটিকায় ২৫তম বার্ষিক অষ্টপ্রহর শ্রী শ্রী নাম ও লীলা সংকীর্তন এর শুভ অধিবাস।।

[১০ই ফাল্গুন, শুক্রবার ]

অরুণ উদয় হইতে অষ্টপ্রহর শ্রী শ্রী নাম ও লীলা সংকীর্তন এর শুভ সূচনা।

পরিবেশনায় :- ১। শ্রীমতি অনুরাধা গোস্বামী, শান্তিপুর,ভারত। ( নিয়মিত শিল্পী স্টার জলসা)

২।শ্রীমতি তাপসী বিশ্বাস, নবদ্বীপ, ভারত।

৩।শ্রীমতি প্রেয়সী সরকার, পশ্চিমবঙ্গ, ভারত।

৪। শ্রী রতন দেব, দত্তপাড়া, বাহুবল, হবিগঞ্জ।

[১১ই ফাল্গুন, শনিবার ]

সকাল ৯ ঘটিকায়
মোহন্ত বিদায় ও দধিভান্ড ভঞ্জন।

রাত ৮ ঘটিকায় বিশেষ আকর্ষণ দেশ ও দেশের বাহিরে থেকে আগত শিল্পী দের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।।

এ মহা অনুষ্ঠানকে ঘিরে স্বপ্নিল সাঝে সজ্জিত হচ্ছে দত্তপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির।🙏🙏

উক্ত অনুষ্ঠানে আপনি/আপনারা সবান্ধবে ও স্নিগ্ধ সুন্দর উপস্থিতিতে সার্থক হউক আয়োজিত অনুষ্ঠান এই মোদের প্রার্থনা।

আমন্ত্রণ ক্রমে : রতন দেব
সাধারণ সম্পাদক, উৎসব কমিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com