মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

সিলগালা করলেন নওগাঁয় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৮০ জন দেখেছেন

 

মোহাম্মদ আককাস আলীঃ

নওগাঁয় লাইসেন্সবিহীন ল্যাব পরিচালনার অপরাধে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সিলগালা করেছেন। সেই সাথে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজনীন নাহার নিসাকে তিন হাজার টাকা অর্থদণ্ড করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার চকএনায়েত এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. রবিন শীষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে দেখা যায়, ডায়াগনস্টিক সেন্টারটির মালিক নাজনীন নাহার নিসা লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনা করে আসছেন।
এই অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারায় ওই পরিমাণ অর্থদণ্ড করা হয়েছে। সেই সাথে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের নিকট চাবি হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com