সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের সদরে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

মোস্তফা প্রামানিক, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৯৯ জন দেখেছেন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

এর ধারাবাহিকতায় ২৮/১০/২০২২ ইং তারিখ বিকেল ০৫:২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন ঢাকা হইতে রাজশাহীগামী মহাসড়কের সায়দাবাদ নামক বাসস্ট্যান্ড( সায়দাবাদ গ্যারেজ) এর অনুমান ১৫০ মিটার পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৬ (ছত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ হোসেন আলী(৪০), পিতা-মৃত সামসুল হক, মাতা-শাহাজাদী, সাং-মারাধার, থানা-হরিপুর,জেলা-ঠাকুরগাঁও, ২। মোঃ ইসমাইল হোসেন(২৯), পিতা-মোঃ দেরাজ প্রাং, মাতা-মোছাঃ রশেনা, সাং-আগবয়ড়া, থানা-সিরাজগঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com