মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ০১ টি বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০ জন দেখেছেন

 

মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

গতকাল ২৬ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রাত্রী-২১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল-০১টি, ম্যাগজিন-০১টি, গুলি-০২ রাউন্ড উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ আজিবুল (৩৫), পিতা-মোঃ জনাব, সাং-জামিরা (দক্ষিণপাড়া), থানা-বেলপুকুর, রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করে।

ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর গ্রামস্থ জনৈক মোঃ মনিরুল ইসলাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে বর্ণিত ঘটনাস্থল জনৈক মোঃ মনিরুল ইসলাম (৩২), পিতা- মোঃ মোক্তার এর বাড়ীর সামনে হেলালপুর টুু মহদীপুর গামী পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।। জিজ্ঞাসাবাদের জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাসী করে উক্ত অবৈধ অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com