মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

সিংড়ায় তিন কেজি গাঁজার গাছ সহ গ্রেফতার ১

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮ জন দেখেছেন

 

মোস্তফা প্রামানিক
স্টাফ রিপোর্টারঃ

অফিসার ইনচার্জ, সিংড়া থানা, নাটোর এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) /মোঃ আঃ রাজ্জাক সংঙ্গীয় ফোর্স সহ সিংড়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন ০২ নং ডাহিয়া ইউনিয়নস্থ বড়গ্রাম গ্রামের মোঃ ইয়াকুব আলী ভুট্ট (৪২) পিতা-মৃত দবির উদ্দিন প্রামানিক এর বসত বাড়ীর ভিতর আঙ্গিনার দক্ষিণ পার্শ্বে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ (ক্যানাবিস) রোপন করা সহ বিক্রয়ের উদ্দেশ্যে পরিচর্যা করিতেছেন। সংগীয় ফোর্স এর সহয়তায় অভিযান পরিচালনা কালে আসামী ১. মোঃ আল আমিন(২৬), পিতা-মোঃ ইয়াকুব আলী ভুট্ট ,স্থায়ী: গ্রাম- বড়গ্রাম, উপজেলা/থানা- সিংড়া, জেলা –নাটোর কে গ্রেফতার করে তার দেখানো মতে ১২ ফুট উচ্চতা এবং ০৩ (তিন) কেজি ওজন বিশিষ্ট নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ (ক্যানাবিস) উদ্ধার পূর্বক ইং ২৬/০২/২০২৪ খ্রিঃ তারিখ ২৩.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পুলিশের উপস্থিতে বুঝিতে পারিয়া কৌশলে আসামী ২. মোঃ ইয়াকুব আলী ভুট্ট(৪২), পিতা- মৃত দবির উদ্দিন প্রামানিক ,স্থায়ী: গ্রাম- বড়গ্রাম, উপজেলা/থানা- সিংড়া, জেলা -নাটোর, পলিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাকত আসামি দ্বয়ের বিরুদ্ধে সিংড়া থানার মামলা নং- ৩২ তাং- ২৭/০২/২০২৪ ইং ধারা- ৩৬(১) সারণির ১৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করিয়া আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com